Header B A


উইন্ডোজ ১০ ভার্সন ১৯০৩, এখন যে কেউ নিজের পিসিতে আপডেট করতে পারবেন।


___আসসালামু আলাইকুম______
আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।


উইন্ডোজ ১০ মে আপডেট, যার ভার্সন ১৯০৩, এখন যে কেউ নিজের পিসিতে আপডেট করতে পারবেন। এর জন্য আপনার যা করতে হবে তা আপনার উইন্ডোজ ১০ পিসির “Settings” থেকে “Update & Security” তে যেতে হবে। এরপর “Windows Update” ট্যাবে গিয়ে “Check for updates” বাটনে ক্লিক করতে হবে। কিছুক্ষণ পর নতুন ভার্সন আপডেটের জন্য “Download and install now” বাটন দেখা যাবে। “Download and install now” বাটনে ক্লিক করার পর আপনার পিসিতে নতুন ভার্সন ডাউনলোড হবে তারপর ইন্সটল হবে।

এই নতুন ভার্সনে অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। বেশিরভাগ উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে রয়েছে লাইট থিম, উইন্ডোজ স্যান্ডবক্সে অ্যাপ্লিকেশন চালানোর ক্ষমতা এবং উইন্ডোজ আপডেট প্রক্রিয়ার উন্নতি। তাই দেরি না করে দ্রুত নতুন ভার্সনে আপডেট করে নিন।

No comments

Powered by Blogger.